1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মাস্টার্সের নম্বরপত্র হারিয়েছে
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

মাস্টার্সের নম্বরপত্র হারিয়েছে

তানিউল করিম জীম
  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
হারানো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ আফরোজের (২৮) নম্বরপত্র হারিয়ে গিয়েছে। গত ২০ জানুয়ারী (শুক্রবার ) সকাল ১০.২৩ টার সময় কোতোয়ালী মডেল থানাধীন ওয়ার্ড নং-১৯ ইউনিয়ন/ওয়ার্ডের PATGUDAM (PART) এলাকা থেকে মাস্টার্সের নম্বরপত্র হারিয়ে গিয়েছে ।

তার রেজিস্ট্রেশন নং ছিলো ৪৮৯২৮ এবং তিনি ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত ২০ জানুয়ারি (শুক্রবার) কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ২৬৯৪ এবং জাতীয় পরিচয় পত্র নং ৪৬২০৯৭৫৮৮০। কানিজের পিতার নাম মো. আব্দুল কাদের এবং মাতার নাম রাবেয়া পারভীন। তার স্থানী ঠিকানা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার সালটিয়া গ্রামে। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার সদরের পাটগুদাম গ্রামে বসবাস করছেন। তার মোবাইল নং-০১৭৫২১৩৯৯৩৭।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক