1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মাদক নিয়ে দুপক্ষের সংঘর্ষে ময়মনসিংহের স্কুলছাত্র নিহত
রবিবার, ১৭ অক্টোবর ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন

মাদক নিয়ে দুপক্ষের সংঘর্ষে ময়মনসিংহের স্কুলছাত্র নিহত

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
সংঘর্ষ

সংঘর্ষমাদক ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গাজীপুরে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম নূরে আলম শাকিল (১৭)। সে স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল। শাকিল ময়মনসিংহের গৌরীপুরের দীপপুর এলাকার এজাজুল হকের ছেলে। তারা সপরিবার গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকে।

সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে।

Girl in a jacket

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তার নাম মো. হাবিবুল্লাহ (২৪)। তিনি কুনিয়াপাছর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, কুনিয়াপাছর এলাকায় মাদক ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকার ২৪-২৫ কিশোর ও যুবক অবস্থান নেন। এ সময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া ও মো. ফাহিমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাকিল ও মো. ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এলাকাবাসী গুরুতর আহত শাকিল ও ফাহিমকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় নিহত ছাত্রের বাবা এজাজুল হক বাদী হয়ে গাছা থানায় ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক