মাঠে নামছে খতমে নবুওয়াত আন্দোলন

কাদিয়ানি সম্প্রদায়ের (আহমদিয়া মুসলিম জামাত) কুফুরি মতবাদ ও ইসলামবিরোধী চক্রান্তের বিষয়ে অবগতিকরণ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়তের আন্দোলনকে আরো বেগবান করতে ঢাকা মহানগর ও পাশের জেলার ইমাম ও খতিবদের নিয়ে আট দিনব্যাপী খতমে নবুওয়ত সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক তাহফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। প্রাথমিকভাবে মোট আটটি জোনে আজ বুধবার থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন করবেন তারা।

গত রোবাবার খিলগাঁও চৌরাস্তা তাহাফফুজে খতমে নবুওয়তের প্রধান কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত না থাকলেও তার পরামর্শে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে। সম্মেলনের তারিখ হলো- জোন-১ এ ২০ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টায় মোট আটটি থানা মিলে বারিধারা জোনের ইমাম সম্মেলন বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হবে। জোন-২ এর সম্মেলন ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় মোট ১০টি থানা মিলে খিলগাঁও জোনের ইমাম সম্মেলন খিলগাঁও চৌরাস্তা মাখজানুন উলুম মাদরাসায় অনুষ্ঠিত হবে। জোন-৩ এর সম্মেলন ২৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টায় মোহাম্মদপুর জোনের মোট ৭টি থানার ইমাম সম্মেলন জামিয়া মুহাম্মদিয়ায় অনুষ্ঠিত হবে।

জোন-৪ এর সম্মেলন ২৪ ফেব্রুয়ারি রোববার সকাল ৭টায় কামরাঙ্গীরচর জোনের ইমাম সম্মেলন জানিয়া নূরিয়ায় অনুষ্ঠিত হবে। জোন-৫ এর সম্মেলন ২৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৭টায় সায়দাবাদ জোনের ইমাম সম্মেলন সায়দাবাদ বাইতুল নূর মাদরাসায় অনুষ্ঠিত হবে। জোন-৬ এর সম্মেলন ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর জোনের ইমাম সম্মেলন আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে। জোন-৭ এর সম্মেলন ২৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টায় সাভার জোনের ইমাম সম্মেলন রাজফুলবাড়িয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে। জোন-৮ এ সম্মেলন ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জ জোনের ইমাম সম্মেলন মাদানী নগর মাদরাসায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহীউদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক আল্লামা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সেলপ্রধান মাওলানা ফজলুল করীম কাসেমী, ঢাকা মহানগরী নেতা মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা আলামীন ফয়েযী, মাওলানা মাসউদ আহমদ, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top