1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মাঝআকাশে পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ পাইলটের
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

মাঝআকাশে পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ পাইলটের

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
indigo

বিমান সবে আকাশে উড়েছিল। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড। বিপজ্জনকভাবে একটি পাখির সাথে ধাক্কা লাগে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির। বিপদ বুঝে পাইলট যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে। এর পর ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে ভারতের ভূবনেশ্বর বিমানবন্দরে।

সোমবার সকালে বিপত্তি হয় ভূবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই২০৬৫ বিমানে।

ইন্ডিগো সূত্রে জানা গেছে, ওই উড়ানের যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। আপতত সমস্যা মিটেছে।

দুই সপ্তাহ আগেই নাগপুরে জরুরি অবতরণ করানো হয় রাঁচীগামী ইন্ডিগোর একটি বিমানকে। মাঝআকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। বিমানের মধ্যে আচমকা রক্তবমি করতে শুরু করেন ৬২ বছরের ডি তিওয়ারি। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন চালক। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও শেষ পর্যন্ত যাত্রীকে বাঁচানো যায়নি।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক