ময়মনসিংহ সিটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে নগরীর ভাটিকাশর এলাকায় সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, দিন দিন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও রবিউল ইসলাম প্রমুখ।