1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে আইসিটি পরীক্ষায় ৩জন বহিষ্কার
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে আইসিটি পরীক্ষায় ৩জন বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
exam

এইচএসসির পঞ্চম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ময়মনসিংহের ৩জনসহ সারাদেশের ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী।

রোববার সকালে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের পক্ষ থেকে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে আইসিটি পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্য ঢাকা বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ৬ জন, দিনাজপুর বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৪ জন, ময়মনসিংহ বোর্ডে ৩ জন ও যশোর বোর্ডের ১ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। পঞ্চম দিনে নয় বোর্ডে পরীক্ষা ছিলো ১০ লাখ ২৩ হাজার ৭৮৯ জনের। এদের মধ্যে ১ হাজার ৫২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১৬ হাজার ৮৮২ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৯০৭ জন।

জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৮৩৫ জন, চট্টগ্রাম বোর্ডের ৪৪৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৩৯ জন, কুমিল্লা বোর্ডের ৬৪৯ জন, যশোর বোর্ডের ৭০৯ জন, সিলেট বোর্ডের ৫২৪ জন, বরিশাল বোর্ডের ৪৪২ জন, দিনাজপুর বোর্ডের ৮৪৬ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আগামী মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক