ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আরিফ নগরীর আকুয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা: ফরহাদ হোসেন হিরা সোমবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা: ফরহাদ হোসেন হিরা জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭২ জন। এরমধ্যে পুরুষ ৫৭, নারী ১১ ও শিশু রয়েছে ৪ জন।