1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে বলাৎকার
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে বলাৎকার

গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
Child Rape

ময়মনসিংহের ফুলপুরে ৮ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বালিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মমতাজ আলী (৪৫)একি এলাকার আসন আলীর বোন জামাই।ধর্ষণকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত মমতাজ আলী

জানা যায়, ভিকটিম আলিফ শুক্রবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী মমতাজ আলী শিশুটিকে নামাজের কথা বলে একটি ঘরে নিয়ে বলাৎকার করে।

লজ্জায় শিশুটি প্রথমে পরিবারকে ঘটনাটি জানায়নি। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া দেখে তার পরিবার বিষয়টি জানতে পারে।পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

বালিয়ার বিট অফিসার পুলিশের এসআই মোস্তাক আহমেদ জানিয়েছেন, এমন একটি ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক