ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্ট্রোরেন্টের সামনে অভিযান পরিচালনা করে মোট ২৭১০ পিস ইয়াবাসহ ০১জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ গার্লস স্কুলের পাশের বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ২৭১০ পিস ইয়াবাসহ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহকে আটক করা হয়। লিটন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার গালহার গ্রামের বাসিন্দা। আটকের পর ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করেছে লিটন মিয়া।