1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে সড়কে সিএনজি থামিয়ে চাঁদা আদায়: ২ যুবক আটক
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহে সড়কে সিএনজি থামিয়ে চাঁদা আদায়: ২ যুবক আটক

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
সিএনজি CNG

ময়মনসিংহে যাত্রীবাহী সিএনজি থেকে অবৈধ চাঁদা আদায়কালে দুই যুবককে ধরে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো: ইকরামুল হক টিটু।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এই চাঁদাবাজদের আটক করা হয়।

আটক যুবকরা হল- সদর উপজেলার পাটগ্রাম এলাকার মো: আব্দুর রহমান অপু (২৩) এবং মো: শাওন আহমেদ (২১)।

মসিকের জনসংযোগ কর্মকর্তা মো: মহাবুল হোসেন রাজীব জানান, বিকালে শম্ভুগঞ্জ থেকে ফেরার পথে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু ব্রহ্মপুত্র সেতুর পাশে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি চক্র সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতে দেখেন। এ সময় তিনি তার গ্যানম্যান মো: নাঈমুর রহমান ও সহকারী মো: সিরাজুল ইসলামকে চাঁদাবাজদের ধরতে নির্দেশ দেন।

পরে তারা দুই চাঁদাবাজকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করে। তবে এ সময় চাঁদাবাজির ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় মসিক মেয়র সংশ্লিষ্ট সকলকে সর্তক হওয়ার আহবান জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক