1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে পিষে মারল পিকআপ
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে পিষে মারল পিকআপ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
Trishal Thana

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিকআপের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান।

নিহতরা হলেন- উপজেলার উজান বৈলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) এবং একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই নারী রাস্তার পাশে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পিকআপ ফেলে চালক পালিয়ে গেছেন। স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাইন উদ্দিন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক