1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১: আহত ২০
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

ময়মনসিংহে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১: আহত ২০

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
Nandile Bus

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ভ্যান চালক অহিদ (৩০) মাগুরা জেলার শালিখার ফুলিবাড়িয়ার মৃত আফতাব হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে উল্টে যায় এবং কাভার্ডভ্যানের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন এবং আরও ২০ জন বাসযাত্রী আহত হন। তবে বাসচালক পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক