1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়কে প্রাণ গেল ব্যবসায়ীর
শুক্রবার, ০১ মার্চ ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Accident

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের নান্দাইলের ঝালুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল সাভার গ্রামের হাসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি আসরের নামাজ আদায় করে রাস্তার পাশ দিয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ড্রামট্রাক পেছন থেকে তাকে চাপা দেয় এবং সড়কের পাশে থাকা কাঁঠাল গাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। অন্যদিকে ট্রাকের ধাক্কায় কাঁঠাল গাছের ডাল ভেঙে পরে তিনটি দোকানের কিছু অংশ ধসে পড়ে। এ সময় সেখানকার লোকজন দৌড়ে প্রাণে রক্ষা পায়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক