1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
Gass

ময়মনসিংহ নগরীতে বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করেন। তার ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক