ময়মনসিংহে ৬৭ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার কয়রা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ (৪৩)। আরেকজন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানার বৈশর এলাকার মজিবুর রহমানে ছেলে রাশেদ (২১)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার সময়ে একটি প্রাইভেট কারে তল্লাশি করে দুইজনের কাছ থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। পরে প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়। আসামিরা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
মেজর আখের মুহম্মদ জয় আরও বলেন, আটককৃতদের ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।