1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ৫৬৭; বহিস্কার ২১ জন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ৫৬৭; বহিস্কার ২১ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
exam

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ছিলেন ৫৬৭ জন পরীক্ষার্থী এবং বহিস্কার হয়েছেন ২১ জন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে আরও জানানো হয়, এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং একজন পরিদর্শকসহ ৬৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি দুই হাজার ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ছাড়া রাজশাহীতে এক হাজার ১৯০ জন, বরিশালে ৫১৮ জন, সিলেটে ৫৬১ জন, দিনাজপুরে ৯৭২ জন, কুমিল্লায় ৬৯৮ জন, ময়মনসিংহে ৫৬৭ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে অসদুপায় অবলম্বনের দায়ে ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ সাতজন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন, বরিশাল বোর্ডে ১২ জন, কুমিল্লা বোর্ডে সাতজন, যশোর বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে ১৩ জন এবং রাজশাহী বোর্ডে দুজন রয়েছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক