1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহের সদর দপ্তরের পাশাপাশি নেপের চারটি আঞ্চলিক অফিস স্থাপন হচ্ছে
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

ময়মনসিংহের সদর দপ্তরের পাশাপাশি নেপের চারটি আঞ্চলিক অফিস স্থাপন হচ্ছে

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
ন্যাপ

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) আরও চারটি আঞ্চলিক কার্যালয় করা হবে। কর্মকাণ্ডে গতিশীলতা, প্রসার এবং গবেষণা কার্যক্রমকে ছড়িয়ে দিতে ময়মনসিংহের সদর দফতরের পাশাপাশি এসব কার্যালয় স্থাপন করা হবে। এ জন্য নেপ আইন সংশোধন করে যুযোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা পিটিআই মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে নিরন্তর এগিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সময়ের সাথে বদলে যাওয়া পৃথিবীর শিক্ষার স্বরূপ ও গতি প্রকৃতি কেমন হবে তা নিরূপন করতে নিরন্তর গবেষণার কোন বিকল্প নেই। গবেষণার মাধ্যমে একদল মেধাবী, দক্ষ, আধুনিক চিন্তা-চেতনায় উদ্দীপ্ত, দেশপ্রেমে উদ্বুদ্ধ গবেষক তৈরি হবে যারা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তুলবে।

নেপের মহাপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক