1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
mymensingh-Accident

ময়মনসিংহের ভালুকায় ফকলিফ্টি ও ট্রাকের সংঘর্ষে একজন অজ্ঞাত ব্যক্তি (৩৫) নিহত এবং দুই সাইকেল আরোহী আহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ফিডার রোড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠছিল একটি ফকলিফ্টি। ওই সময় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ফকলিফিটির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ট্রাক এবং ফকলিফ্টি মহাসড়কের পাশে পড়ে যায় এবং হতাহতের ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ হতাহতদের উদ্ধার করে।

Girl in a jacket

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মশিউর রহমান জানান, ওই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং আহত দুজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক