1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ভালুকায় দোলনায় খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু
শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:১৪ অপরাহ্ন

ভালুকায় দোলনায় খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
দোলনা

ময়মনসিংহের ভালুকায় দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু । পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী,ওয়াহিদুল ইসলামের মেয়ে আফিফা(৬)বৃহস্পতিবার দুপুরে তাদের ভাড়া বাসায় দোলনায় খেলতে গিয়ে অসাবধানতা বশত প্লাস্টিকের রশির দোলনায় গলায় ফাঁস লেগে যায়।

ওই সময় তার মা ঘুমে ছিলেন ও বাবা গার্মেন্টসে চাকুরীত অবস্থায় ছিলো। কিছুক্ষণ পর তার মা ঘুম থেকে উঠে দেখে শিশু আফিফা অচেতন অবস্থায় মাঠিতে পরে আছে। পরবর্তীতে ওই শিশুকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।

Girl in a jacket

ওই শিশুর মা,ও বাবা মল্লিকবাড়ী এলাকায় বাজার সংশ্লিষ্ট এলাকায় আঃ সালামের ভাড়া বাসায় থাকতো। তাদের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারীয়া থানার দক্ষিণ সেল কাঠি গ্রামে।

মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালুকা মডেল থানার এস আই বিল্লাল হোসেন জানান,ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের কোন আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক