ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে তামজিদ ইসলাম (৪০) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা না করার শর্তে নিহতের স্ত্রী সালমা আক্তারকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন পিডিবির প্রকৌশলী।
জানা যায়, সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভান্ডাব খালার মোড় এলাকায় পিডিবি লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তামজিদ ভালুকা পৌর শহরের খারুয়ালি সালাম মার্কেট এলাকার আব্দুর রহমান শেখের ছেলে।
নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান বলেন, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই তামজিদের স্ত্রী সালমা আক্তারকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যে কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার প্রস্তুতি চলছে।