য়মনসিংহের ভালুকায় খিরুনদীর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ভালুকা মডেল থানা এলাকায় ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় ব্রিজের নিচে খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রস্তুতি চলছে।