1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন কোহলি
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন কোহলি

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

আসন্ন অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট সিরিজে দায়িত্ব নিতে ও নিজেদের জাত চেনাতে ব্যাটসম্যানদের প্রতি আহবান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে পুরো সিরিজে বোলিং আক্রমণ বিভাগ ভাল করলেও দলের ব্যাটসম্যানরা আশানুরূপ করতে পারেনি বলে স্বীকার করেন কোহলি।

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে ভারতীয় দল। যে কারণে দলের খেলোযাড়দের আরো বেশি ধারাবাহিক হতে বলেন আধিনায়ক। দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কোহলি বলেন, ‘মূলত ভাল বোলিং আক্রমণ বিভাগের কারণে এই মুহূর্তে আমরা সবাই ভাল অনুভব করছি। তবে ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে, যেমনটা ইংল্যান্ড সফরের পর থেকেই আমরা বলে আসছি। সত্যিই সবাই সে কাজটা করতে এবং ভাল পারফরমেন্সের জন্য মুখিয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘এই সফরে আমাদের ব্যাটসম্যানদের ভাল করতে হবে। কেননা আমাদের বোলাররা ভাল অবস্থায় আছে এবং তাদেওর করণীয়টা তারা বেশ ভাল জানে। দীর্ঘ সময় পর এবার মনে হচ্ছে প্রতি ম্যাচেই আমরা ২০ উইকেট নিতে সক্ষম।’

‘এমন একটা বোলিং বিভাগ থাকায় সত্যিই খুব ভাল লাগছে। তবে কেবলমাত্র একটা টেস্ট নয়, পুরো সিরিজ জিতে খুশি হতে আমাদের পুরো দলকে আরো কঠিনভাবে দায়িত্ব পালন করতে হবে।’

অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের পর তিনিটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ সিরিজ খেলবে ভারত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক