বৈশ্বিক ক্রীড়াবিদ তালিকা : সাকিব-মুশফিক ও মাশরাফি কি আছেন?

বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিদের তালিকায় এক নম্বরে আছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করছে ১৪৮ মিলিয়ন মানুষ। বিভিন্ন বিজ্ঞাপন থেকে তিনি আয় করেন ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

বিভিন্ন সার্চ ইঞ্জিনে তাকে যে পরিমাণ খোঁজা হয় সেই ভিত্তিতে তার পয়েন্ট ১০০।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রীড়াবিদের অনুসরণকারী, সেই ক্রীড়াবিদের বিজ্ঞাপন থেকে আয় এবং ভক্তরা তাকে কী পরিমাণ খোঁজে- এর ওপর ভিত্তি করে জনপ্রিয় ক্রীড়াবিদের একটি তালিকা তৈরি করেছে ক্রীড়া ভিত্তিক ম্যাগাজিন ইএসপিএন।

এই তালিকায় প্যারিস সেইন্ট জার্মেই বা ফুটবল ক্লাব পিএসজি’র গোলরক্ষক জিওনলুইজি বুফনের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সেরা দশে কারা আছেন

ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যিনি সেই লিওনেল মেসি আছেন এই তালিকার ৩ নম্বরে। সার্চ স্কোর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসরণকারীর সংখ্যার দিক থেকে বেশ পিছিয়ে আছেন আর্জেন্টাইন তারকা মেসি।

এছাড়া দুই নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের লেব্রন জেমস। বিজ্ঞাপন থেকে এই বাস্কেটবল তারকার আয় রোনালদোর চেয়ে ১৫ মিলিয়ন ডলার বেশি, আর মেসির চেয়ে ২৪ মিলিয়ন ডলার বেশি।

চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার। মিক্সড মার্শাল আর্টসের আইরিশ তারকা কনোর ম্যাকগ্রেগর আছেন পাঁচ নম্বরে।

ছয় নম্বরে আছেন এ যুগের সফলতম টেনিস তারকা রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই তারকার সার্চ স্কোর খুব বেশি না হলেও বিজ্ঞাপন থেকে আয় ৪১.৫ মিলিয়ন ডলার।

সাত নম্বরে আছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। সেরা দশে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারতের অধিনায়ক।

আট নম্বরে আছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বাস্কেটবলের আরেক তারকা স্টিফেন কারি আছেন নয় নম্বরে। আর দশ নম্বরে আছেন ইতিহাসের অন্যতম সেরা গলফার টাইগার উডস।

ক্রিকেটারদের অবস্থা কেমন?

ইএসপিএন ম্যাগাজিনের এই তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১১ জন ক্রিকেটার। যার মধ্যে ৮জন ভারতীয় ও ৩জন বাংলাদেশী।

ভারতীয় ক্রিকেটাররা হলেন

• বিরাট কোহলি

• এমএস ধোনি

• যুবরাজ সিং

• সুরেশ রায়না

• রবিচন্দন অশ্বিন

• রোহিত শর্মা

• হরভজন সিং

• শেখর ধাওয়ান

বাংলাদেশের তিনজন ক্রিকেটার আছেন এই তালিকায়

• সাকিব আল হাসান, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয় ৬.৯৮ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৮.৮ মিলিয়ন।

• মুশফিকুর রহিম, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয় ৭.৫৭ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৯.১ মিলিয়ন।

• মাশরাফি বিন মর্তুজা, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয় ৭.৫৭ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৮.৫ মিলিয়ন। এই তালিকায় প্যারিস সেইন্ট জার্মেই বা ফুটবল ক্লাব পিএসজি’র গোলরক্ষক জিওনলুইজি বুফনের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সূত্র : বিবিসি নিউজ বাংলা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top