আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ফণি ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত করতে পারে।
আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেলের মতে ঘূর্ণিঝড়টি বর্তমান গতিতে চলতে থাকলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে থেকে ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত করা শুরু করবে। অর্থাৎ, ঘূর্ণিঝড় বৃত্তের পরিধি উড়িষ্যা রাজ্যের উপকূল দিয়ে স্থল ভাগে প্রবেশ করতে শুরু করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করবে শুক্রবার সকালের পর থেকে। ঘূর্ণিঝড়টি যদি উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত করে তবে তার প্রভাবে শুক্রবার সকাল থেকে খুলনা বিভাগে বৃষ্টি শুরু হবে বিকেলের মধ্যে। পুরো উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে।
ঘূর্ণিঝড় উড়িষ্যা রাজ্যের উপকূল দিয়ে স্হল ভাগে প্রবেশ করে দূর্বল নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তী দু’দিন ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও নিম্নচাপ কেন্দ্রের পুরোটাই বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেবে। সাম্ভাব্য গতিপথ : কলকাতা > খুলনা বিভাগ > ঢাকা বিভাগ > সিলেট বিভাগ > ভারতের আসাম রাজ্য। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পুরো বাংলাদেশে বৃষ্টিপাত হবে। শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত হবে বলে আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল “জিএফএস” নির্দেশ করছে। রোববার দুপুরে ঘূর্ণিঝড়ের কেন্দ্র ঢাকা বিভাগের উপর দিয়ে প্রবাহিত হবে।
ইউরোপিয়ান মডেল নির্দেশ করছে ঘূর্ণিঝড়টি বর্তমান গতিতে চলতে থাকলে বৃহস্পতিবার রাত ১০-১২ টার পরে থেকে ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত করা শুরু করবে। শনিবার রাত ১২ টায় ঘূর্ণিঝড় কেন্দ্রের অবস্হান হবে রাজশাহী বিভাগের উপর। ইউরোপিয়ান মডেল নির্দেশ করছে যে ঘূর্ণিঝড় কেন্দ্র আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশিত পথ অপেক্ষা উত্তর দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। আপাতত দুইটি মডেলই নির্দেশ করছে যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত করবে। তবে এখনো সময় রয়েছে গতিপথ পরিবর্তনের। ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্ব দিকে সরে যায় তবে তা বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্হল ভাগে প্রবেশ করতে পারে।