বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার

বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ মঙ্গলবার ১০৭ বছরে পদার্পন করেছেন। খেলোয়াড়ি জীবনে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের এই নারী ক্রিকেটার।

১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত হয় অ্যাশের। ওই ম্যাচেই ২৩.০০ গড়ে ১০ উইকেট সংগ্রহ করেন তিনি।
একজন বিশেষজ্ঞ বোলার হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিশ্বকাপের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে আরো ১২ বছর।

১৯৪৯ সালে তিনি আবার টেস্ট ম্যাচ খেলা শুরু করেন। এ সময় চারটি ম্যাচে অংশ নিলেও সংগ্রহ করতে পারেননি কোনো উইকেট।

২০১১ সালে প্রথম কোনো মহিলা টেস্ট ক্রিকেটার হিসেবে ১০০ বছরে পা রাখেন অ্যাশ।

এই মুহূর্তে ৯৫ বছর বয়স নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ টেস্ট ক্রিকেটারের আসনে আছেন দক্ষিণ আফ্রিকার জন ওয়াটকিনস।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top