বিশ্বখ্যাত ১০০ ক্রীড়াবিদের তালিকায় বাংলাদেশের ৩ জন

ইএসপিএন ২০১৯ সালের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকা করেছে। সে তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার।

এই প্রথমবারের মতো ইএসপিএনের শত ক্রীড়াবিদের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।

এই তালিকার এক নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাকিবের অবস্থান ৯০, মুশফিকের ৯২ আর মাশরাফির ৯৮।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন তিন নম্বরে। রোনালদোর পরেই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস। চার নম্বরে আছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার জুনিয়র।

তালিকায় বিশ্বের অন্য ক্রিকেটারদের মধ্যে আছেন বিরাট কোহলি (৭), মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)।

উপমহাদেশের বিখ্যাত টেনিস খেলোয়াড় ভারতের সানিয়া মির্জা আছেন এ তালিকার ৯৩তম অবস্থানে। বিশ্বখ্যাত নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের অবস্থান ১৭তম। পুরুষ টেনিস তারকা রাফায়েল নাদালের অবস্থান ৮ নম্বরে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গলফ খেলোয়াড় টাইগার উডস আছেন তালিকার ১০ম অবস্থানে।

এছাড়া বাক্সেটবল খেলোয়াড় স্পিফেন কারি আছেন ৯ম অবস্থানে।

এ তালিকায় ফুটবলারদেরই প্রাধান্য রয়েছে।

বিশ্বের ৭৮টি দেশের প্রায় ৮০০ ক্রীড়াবিদের মধ্য থেকে এই তালিকা করা হয়েছে। মূলত, তিনটি বিষয়কে এই তালিকা তৈরির সময় জোর দেয়া হয়েছে—গুগলে ওই নির্দিষ্ট খেলোয়াড়কে খোঁজার সংখ্যা, ফেসবুক-টুইটারে তাদের অনুসারীর সংখ্যা আর বিজ্ঞাপন ও পণ্যের দূতিয়ালি থেকে করা আয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top