বিরোধীদল হবো কিনা সিদ্ধান্ত কাল : রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নই। আমাদের যা পাওয়ার কথা ছিল আমরা তা পাইনি। মঙ্গলবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন,‘আমাদের ৩০টি আসন দেয়া হয়েছিল। সেখান থেকে ২৪টি করা হয়েছে। এখানে আমরা ২২টি আসনে ফল পেয়েছি। নির্বাচনে আমাদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। অনেক জায়গায় এজেন্টও থাকতে দেয়া হয়নি। তবুও বলবো, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারবো সমস্যা নাই। মহাজোটের সাথে আলোচনা করে ও দলের প্রেসিডিয়ামের সাথে বসে সিদ্ধান্ত নেবো আমরা বিরোধী দলে যাবো কিনা। এই সিদ্ধান্ত আগামীকাল নেয়া হবে।’

রাজনীতিতে যে আমাদের ভুল ত্রুটি হয়নি তা বলার সুযোগ নেই বলেও উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন,‘এখন আমাদের নারী এমপি হিসেবে বঞ্চিতদের জন্য কিছু করা যায় কিনা সে চেষ্টা করবো।’

দেশের অন্য দলের চেয়ে জাপা সংগঠিত দল বলেও দাবি করে রাঙ্গা বলেন,‘আমরা বিএনপি বা অন্য দল না, আমরা শক্তিশালী দল। আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করবো, উনাকে বলবো কথায় কথায় বহিষ্কার করা দলকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি নিজেও চারবার বহিষ্কার হয়েছি।’

জাপার দফতর সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, আলমগীর সিকদার লোটন উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top