বাহরাইন থেকে ফিরলেন ৪১৩ বাংলাদেশি

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাহরাইনে আটকেপড়া ৪১৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (২৪ জুন) দিনগত রাতে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, রাত ১টা ৩০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে ৪১৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বাইরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, সেখানে যে সকল প্রবাসী স্বাস্থ্যগত কারণে ও পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছেন, তাদের অনুরোধে দূতাবাস এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

দূতাবাস জানায়, যাত্রীদের মধ্যে ৭০ জন অসুস্থ এবং ৪০ জন বাহরাইন কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি।

বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ এবং ৫০ জনের আংশিক প্লেন ভাড়া বহন করেছে। কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশিদের প্লেন ভাড়া বহন করেছে বাহরাইন সরকার।

Share this post

scroll to top