1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
বাকৃবিতে বোরো ধান রোপন কর্মসূচির উদ্বোধন
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ০২:১১ অপরাহ্ন

বাকৃবিতে বোরো ধান রোপন কর্মসূচির উদ্বোধন

মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বোরো বীজ ধানের চারা রোপন-২০২৪ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা ঐ কর্মসূচির আয়োজন করে। বোরো বীজ ধানের চারা রোপন-২০২৪ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খামার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো হারুন-অর-রশিদ, বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মাহফুজা বেগম, খামার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক মো জিয়াউর রহমানসহ খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ধানের চারা রোপন ও ধান কাটা বাংলাদেশের একটি উৎসব। বাংলাদেশে একসময় ছয় কোটি মানুষের খাবারের যোগান অপর্যাপ্ত ছিল। কিন্তু এখন তুলনামূলক কম জমিতে আঠারো কোটি মানুষের খাবার নিশ্চিত রয়েছে। ১৯৭৩ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কৃষিবিদ ক্লাস ওয়ান’ অমর বাণীর ফলশ্রুতিতে কৃষি বিজ্ঞানীগণ এ সাফল্য অর্জন করেছে। যার সিংহভাগ কৃতিত্বের দাবিদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগণ। কৃষিক্ষেত্রে গত কয়েক বছরের বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক