1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
বাংলাদেশের পাশে ভারত ছিল, আছে, থাকবে : হাই কমিশনার
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশের পাশে ভারত ছিল, আছে, থাকবে : হাই কমিশনার

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বর্তমানের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।

তিনি বলেন, যে কোন সংকটময় মুহুর্তে বাংলাদেশের পাশে ভারত ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনারা একসাথে যুদ্ধ করেছিলো এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো-যেটি ভারতের জন্য ছিলো একটি গর্বের মুহূর্ত।

বুধবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তুজিউ মন্দির পরিদর্শন শেষে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হর্ষবর্ধন একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর পাশাপাশি মিত্রবাহিনীর আত্মত্যাগের ইতিহাস বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ-ভারত একে অপরের পরিপুরক। ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলাকে এই এলাকার সকল ধর্ম-বর্ণের মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে সংবর্ধনা প্রদান অকৃত্রিম বন্ধুত্বের স্মরণ।  বাংলাদেশের সকল সংকটে ভারত অতীতে যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল আগামীতেও ভারতের ভুমিকা অক্ষুন্ন থাকবে এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজ দেবোত্তর এস্টেটের-এর পক্ষে চিত্ত ঘোষ, বীরগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দীন আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারকে স্থানীয় ঐতিহ্যবাহী কুটির শিল্পসমৃদ্ধ উপহার প্রদান করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় এমপি মনোরঞ্জন শীল গোপালের হাতে মন্দিরের প্রনামী প্রদান করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। এর আগে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। এসময় রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট অমলেন্দু ভৌমিক, ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভারতের প্রখ্যাত সাঁওতাল বাউল সংগীত শিল্পী রথীন কিস্কু সংগীত পরিবেশন করেন।

এরপর দিনাজপুর শহরে রায় সাহেব বাড়ী লোকনাথ মন্দির প্রাঙ্গনে ভারতের অর্থায়নে মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাই কমিশনার। এখানে উপস্থিতি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক