1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
বাঁচলো না ঝোঁপ থেকে উদ্ধারকৃত সেই শিশুটি
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

বাঁচলো না ঝোঁপ থেকে উদ্ধারকৃত সেই শিশুটি

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

নড়াইলে ঝোঁপের মধ্য থেকে উদ্ধার করা নবজাতকটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে ওইদিন দুপুরে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা এলাকায় রাস্তার পাশের ঝোঁপ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হচ্ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল আরোহী এক নারী ও পুরুষ নড়াইলের নিধিখোলা গ্রামে ঝোঁপের মধ্যে নবজাতককে (মেয়ে) ফেলে যায়। এক পর্যায়ে নবজাতকের কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় নবজাতকের গায়ে কাপড় পেঁচানো ছিল।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামালসহ স্থানীয় লোকজন ফুটফুটে নবজাতককে ঝোঁপ থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নবজাতককে ঝোঁপের মধ্যে ফেলে দেয়ায় তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আকবর জানান, প্রসবের পর প্রায় আড়াই ঘণ্টা নবজাতকটি বিনা পরিচর্যায় থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক