বহুতল ভবন হেলে পড়ার অভিযোগ, বাসিন্দাদের ভবন ত্যাগের নির্দেশ

সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে একটি বহুতল ভবন অন্য একটি বহুতল ভবনের দিকে হেলে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সাভার পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে জিয়াউর রহমান নামক এক বাসিন্দার ছয়তলা বাড়িটি পাশের নাজিমুদ্দিনের ছয়তলা ভবনের উপর হেলে পড়েছে বলে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সাভার পৌরসভা থেকে চিঠির মাধ্যমে নির্দেশ দেয়া হয়।

হেলে পড়া ছয়তলা বাড়ির ১২ টি ফ্ল্যাটের মধ্যে ৫টি ফ্ল্যাট ভাড়া থাকেন কয়েকটি পরিবার। এ ঘটনায় ওই বাড়িটির আশেপাশের ও ভবণের ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে হেলে পড়া ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন- সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার পৌরসভার ইঞ্জিনিয়ার শরীফুল ইমাম, সাভার ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে কথা বলার জন্য হেলে পড়া ভবনটির মালিককে না পেয়ে কেয়ারটেকার রবিউল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তবে এ বিষয়ে সম্পূর্ণ তদারকি করছেন পৌরসভার মেয়র এবং প্রকৌশলীবৃন্দ।

সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বুয়েট বিশেষজ্ঞ টিম পরীক্ষা করার পর ভবনটি কি করা হবে সে ব্যাপারে জানা যাবে।

সাভার পৌরসভার ইঞ্জিনিয়ার শরীফুল ইমাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভবনটি হেলে পড়ে নাই। কিছু নিয়ম ভঙ্গ করে একটির উপর আরেকটি ভবন করেছে। এর পরেও যেহেতু জনশ্রুতি আছে সে জন্য আমরা ভবন মালিককে চিঠি দিয়েছি।

তিনি আরো বলেন, ভবন মালিককে আমরা বলেছি বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে, তিনি সঠিক আছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top