মাগুরার মহম্মদপুরে দেনার দায়ে প্রতিপক্ষকে ফাঁসাতে আব্দুল হালিম মোল্যা (৫০) নামের এক ইউপি সদস্যের অপহরণ নাটকের রহস্য উন্মোচন হয়েছে। অপহরণের নামে আত্মগোপনে থাকা রাজাপুর ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজার থেকে উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম গত বৃহস্পতিবার বিকালে রাজাপুর বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মর্মে গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা প্রতিবেশি হারুন-অর- রশিদ মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হারুন-অর-রশিদ পুলিশকে জানান, আব্দুল হালিম মোবাইলের মাধ্যমে জানিয়েছেন যে তাকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দেয়া হলে তাকে হত্যা করা হবে।
পরে মাগুরা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র ও মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে প্রযুক্তির মাধ্যমে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, দেনার দায়ে ইউপি সদস্য আব্দুল হালিম অপহরণ ও মুক্তিপণের নাটক সাজানোর চেষ্টা করেন। এটা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।