1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ফুলবাড়ীয়ায় অসহায় মমতার হাতে অটোরিকশার চাবি
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০৬:৫৫ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় অসহায় মমতার হাতে অটোরিকশার চাবি

আবুল কালাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
Fulbaria Mymensingh -mamota-

অসহায় বিধবা মমতা বেগম। স্বামী মারা গেছেন ৯ বছর আগে। ৩ ছেলে ১ মেয়ের সংসারে বেশ অভাবঅনটন। খেয়ে না খেয়ে সংসার চলছিল তার। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাঠাখিলায় তার বাড়ী।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন শনিবার (২৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় বিধবা মমতার হাতে একটি অটোরিকশার চাবি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন তালুকদার। মমতার মত আরও জন ১০ জন দুস্থদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. তাজুল ইসলাম। ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। ঐ অনুষ্ঠানে ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্রিকেট খেলার মৃল্যবাব সরঞ্জামাদি বিতরণ করা হয়।

Girl in a jacket

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ফাউন্ডেশনটি বিভিন্ন সময় বিভিন্ন সেবাধর্মী কাজে অংশ গ্রহন করে থাকে। ভবিষতেও সেবাধর্মী কাজ অব্যাহত থাকবে বলে জানান ঐ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক