ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনার পর ছোট ভাইয়ের মৃত্যু ঘটেছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল উজানপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। বড় ভাই গোলাম মোস্তফার (৬০) মৃত্যুর খবর শুনে ছোট ভাই রমজান আলী (৪৫) ঢাকায় মারা যান। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদের ভাতিজা বায়েজিদ আহমেদ জানান, মোস্তফা মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে এবং রমজান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুই জনেরই জানাজার নামাজ রাত ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।