1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন

ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
ফুলপুর প্রেসক্লাব

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ফুলপুর প্রেস ক্লাব’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসাইনের সঞ্চালনায় সভার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা শেষ হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ক্বারী সুলতান আহমেদ ফুলপুরী।

এসময় বক্তব্য রাখেন,সাংবাদিক আতিকুর রহমান, এম এ মোতালেব, মুখসেদুল হক দুলাল, আজহারুল ইসলাম, মিজানুর রহমান আকন্দ, মোঃ আবু রায়হান,সেলিম রানা, উজ্জ্বল চৌধুরী,গোলাম মোস্তফা, আব্দুর রহমান রনি, মফিদুল ইসলাম, মিজানুর রহমান সুজন, বাহার উদ্দিন, মাজহারুল ইসলাম, আকবর আলী হাবিব, শাফায়েত উল্লাহ শান্ত, জুয়েল রানা প্রমুখ

উক্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা প্রেস ক্লাব ও সদস্যদের কল্যাণে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।এবং জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়াও সভায় প্রেস ক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক