ফুলপুরে যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে পাঁচটায় গোপন তথ্যের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি চৌকষ টিম ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে শেরপুরগামি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশী এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।
আটক রুবেল (৩০)ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোরশেদের ছেলে এবং মোঃ ফাহিম (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার বিষ্ণুপুর সরকার বাড়ী এলাকার মোঃ শাহজাহানের ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।