1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ফুলপুরে বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা : গ্রেফতার ১
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

ফুলপুরে বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা : গ্রেফতার ১

গোলাম মোস্তফা, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
সোলেমান ফকির

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের ২৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।এই মামলায় বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জনাব আলী ফকির বাদী হয়ে ফুলপুর থানায় এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ আগষ্ট )দিবাগত রাত পৌনে একটার দিকে বওলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গ্রামীন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

এ মামলায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান ফকির,উপজেলা কৃষক দলের সভাপতি খলিলুর রহমান তালুকদার ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম তালুকদারের ছেলে লাবু তালুকদার,সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির সহ-সভাপতি কাদির ফকির‌ সহ বিএনপির ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক