1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ফুলপুরে চুরি যাওয়া সিএনজিসহ গ্রেপ্তার ১
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

ফুলপুরে চুরি যাওয়া সিএনজিসহ গ্রেপ্তার ১

গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
Fhulpur

ময়মনসিংহের ফুলপুরে চুরি যাওয়া সিএনজিসহ জসীম উদ্দিন (২৪) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।

৪ জানুয়ারী সকালে ফুলপুর থানার এসআই মুফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নরসিংদী টু শিবপুর হাইওয়ে সড়কের পূর্ব পাশে জনৈক রাজু মিয়ার গ্যারেজের সামনে থেকে সিএনজি সহ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার জসিম উদ্দিন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘড়িয়া পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায় গত ২ জানুয়ারী রাতে ফুলপুরের হরিরামপুর এলাকার এক বাড়ী থেকে লোহার শিকল কেটে সিএনজিটি চুরি করে নিয়ে যায়।

এঘটনায় সিএনজি মালিক শফিকুল ইসলাম মমিন বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে জসিম উদ্দিনের সন্ধান পাওয়া যায়।পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার সহ চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক