1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রণ পাবেন না শাহরুখ খানসহ তার প্রাক্তনরা!
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রণ পাবেন না শাহরুখ খানসহ তার প্রাক্তনরা!

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। যা নিয়ে ইতিমধ্যেই গোটা বলিউড জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে। কিন্তু, প্রিয়াঙ্কার বিয়েতে কারা কারা হাজির থাকবেন আর কারা বাদ পড়বেন, তা নিয়েও কানাঘুষো চলছে। এমনটাই জানিয়েছে ভারতীয় প্রভাবশালী অনলাই জি নিউজ।

রিপোর্টে প্রকাশ, বিয়ের পিঁড়িতে বসে কোনওরকম অস্বস্তির মধ্যে পড়তে চান না প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই কারণেই নাকি প্রাক্তন প্রেমিকদের সব বিয়ের নিমন্ত্রণ পত্র থেকে ছেটে ফেলতে চাইছেন পিগি। আর সেই কারণেই প্রিয়াঙ্কার বিয়ের আমন্ত্রণপত্র থেকে বাদ পড়তে পারেন অক্ষয় কুমার, শাহিদ কাপুর, হরমন বাওয়েজা-রা। বাদ পড়তে পারেন শাহরুখ খানও। এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা না গেলেও, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়ে নাকি ইতিমধ্যেই ঝাড়াইবাছাই শুরু করে দিয়েছে চোপড়া পরিবার। বিয়ের আসরে বসে মেয়েকে যাতে কোনওভাবে অস্বস্তিকর পরিবেশের মধ্যে না পড়তে হয়, তার জন্য সজাগ প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।

সম্প্রতি ধুমধাম করে বাগদান পর্ব সারার পর শোনা যায়, মার্কিন মুলুকে নাকি বিয়ে সারবেন নিক-প্রিয়াঙ্কা। হওয়াই দ্বীপে বসবে নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর। কিন্তু, আচমকাই সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। শোনা যায়, রাজস্থানের বিলাসবহুল উমেদ ভবনে নাকি সাতপাকে বাঁধা পড়বেন নিক, প্রিয়াঙ্কা। আর তাঁদের বিয়েতে অতিথির সংখ্যাও থাকবে একেবারে হাতে গুনে। অর্থাত, হলিউড এবং বলিউডের ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ নিক, প্রিয়াঙ্কার বিয়েতে নিমন্ত্রণ পাবেন না অলেই শোনা যাচ্ছে।
এদিকে নিক, প্রিয়াঙ্কার পাশাপাশি বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের হাই প্রোফাইল বিয়ে নিয়েও। নভেম্বরের ২৯ তারিখ থেকে শুরু হবে ‘দীপবিরের’ বিয়ের অনুষ্ঠান। চলবে ৩ দিন পর্যন্ত। এরপর ১ ডিসেম্বর বসবে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের ঝলমলে রিসেপশনের আসর। আর সেখানে হাজির থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক