পেরুতে পাহাড় ধসে বিয়ের অনুষ্ঠানে ১৫ জন নিহত

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড় ধসে চাপা পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাহাড়টির পাশের একটি হোটেলে বিবাহ অনুষ্ঠান চলাকালে এ ধসের ঘটনা ঘটে।

দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ রোববার একথা জানায়। খবর এএফপি’র।

আবাসেই নগরীর মেয়র আরপিপি রেডিও’কে বলেন, ‘পাহাড় ধসে হোটেলটি মাটিতে চাপা পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।’

মেয়র ইভারিস্তো রামোস বলেন, হোটেলটিতে শনিবারের ওই বিবাহ অনুষ্ঠানে প্রায় ১শ’ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাহাড় ধসে এটি চাপা পড়ায় ১৫ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়।

দমকল কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপের ভিতর আটকা পড়া লোকদের উদ্ধারে রাতভর কাজ করে।

কর্তৃপক্ষ জানায়, আলহামব্রা নামের এ হোটেলের অবস্থান ছিল একেবারে পাহাড়ের কাছে। পাহাড় ধসে হোটেলটির পাশের দেয়াল ভেঙ্গে যাওয়ায় এটি মাটিতে চাপা পড়ে।

পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবকে খুঁজতে আসা লোকজনকে পার্শ্ববর্তী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের প্রিয়জনকে চিহ্নিত করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলটির অবস্থান পাহাড়ি একটি ঢালের পাশে, আর যে দেয়ালটি ধসে পড়েছে সেটি ভূমিধস থেকে হোটেলটিকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top