1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
পদার্থ

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ের। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে অবদান রাখায় ২০২৩ সালের বিজয়ী হিসেবে তিন দেশের এই তিনজনের নাম ঘোষণা করে।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, অণু ও পরমাণুতে থাকা ইলেকট্রন নিয়ে বিস্তর গবেষণা করার কারণে এবারের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন থেকে আলোর সবচেয়ে ক্ষুদ্র স্পন্দন দেখাতে সক্ষম হয়েছেন এই বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে পদার্থকে শক্তিতে পরিণত করতে বা শক্তিতে নতুন শক্তিতে পরিবর্তন করতে আরও একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ক্যাতালিন কারিকো ও ড্রিউ উইসম্যানচিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ক্যাতালিন কারিকো ও ড্রিউ উইসম্যান প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করার মধ্য দিয়ে গত সোমবার এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো।

করোনা প্রতিরোধী এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যাতালিন কারিকো ও ড্রিউ উইসম্যান।

এরপর বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার।

নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল দেওয়া শুরু হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক