1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
‘পতাকার দিকে তাকালে যিনি বঙ্গবন্ধুকে দেখেন না, তিনি দেশে থাকার যোগ্য নন’
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন

‘পতাকার দিকে তাকালে যিনি বঙ্গবন্ধুকে দেখেন না, তিনি দেশে থাকার যোগ্য নন’

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া

আমার দেশের পতাকার দিকে তাকালে যে মানুষ বঙ্গবন্ধুকে দেখেন না, তিনি বাংলাদেশে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন, অনেকেই বলে আপনি সরকারি চাকরিজীবী হয়ে বঙ্গবন্ধুর কথা বলেন। অনেকে মনে করেন বঙ্গবন্ধুর কথা বললে আমাকে একটা সমস্যায় ফেলে দেবে। আমাকে যদি বলে চাকরি চলে যাবে যাক। বঙ্গবন্ধুর কথা বলব না- বঙ্গবন্ধুর বাংলাদেশে বাস করি। বঙ্গবন্ধুর ডাকে সব কিছু ফেলে দিয়ে সতেরো বছরের বালক মুক্তিযুদ্ধ করে এই দেশ আমাদের উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রয়াত রাশিদুল ইসলাম হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ হিসেবে স্বল্প আয়ু নিয়ে আমরা এ পৃথিবীতে এসেছি। একটা মানুষের থাকার জন্য কয়টা বাড়ি লাগে- একটা। আপনার আমার বাংলাদেশে একটা নয় একাধিক বাড়ি থাকলে হবে না- কানাডায়, ইংল্যান্ডে, আমেরিকায় বাড়ি থাকতে হবে। এটা কি একটা অদ্ভুত মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। বাংলাদেশকে চিনতে হলে ফিল্ড লেবেলে কাজ করতে হবে।

উপজেলার বিভিন্নপর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, সংরক্ষিত সদস্য উম্মে সালমা, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক