1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
পঁচাত্তরের মতো অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

পঁচাত্তরের মতো অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের বর্তমান অবস্থাকে ১৯৭৫ সালের আগস্টের সঙ্গে তুলনা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আগে যে ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছিল, বহু লোকের আনাগোনা হয়েছিল। এখনও একই ধরনের অস্থিরতা তৈরিতে কেউ কেউ উঠেপড়ে লেগেছে। মনে হচ্ছে খুব কঠিন সময় আসছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার আগে কোন কোন দেশের কূটনীতিকরা বাংলাদেশ সফর করেছিলেন এবং হত্যার পর কোন দেশ, কী মন্তব্য করেছিল, তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর শাসনামলে একটি বাসন্তী হয়েছিল; এখন শত শত বাসন্তীর খবর পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত কয়েক বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। এত কিছু করার পরও দেশে বঙ্গবন্ধুকে হত্যার আগের অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক ও বিশেষ অবস্থান নিতে হবে। আমরা পঁচাত্তরের পনুরাবৃত্তি চাই না।’

আব্দুল মোমেন বলেন, ‘একটি সংবিধান তৈরিতে যুক্তরাষ্ট্রের যেখানে লেগেছে ১৩ বছর, সেখানে বঙ্গবন্ধু মাত্র ৯ মাসে শক্তিশালী সংবিধান দিয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে আরও গবেষণা করা দরকার।’

আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘একদিকে হত্যাকাণ্ড, অন্যদিকে মন্ত্রিসভার শপথের মাধ্যমে বোঝানো হয়েছিল– এটি পরিবারকেন্দ্রিক হত্যাকাণ্ড। কিন্তু আড়াই মাস পরে জেল হত্যার মাধ্যমে স্পষ্ট হয়, এটি ছিল জাতি ও জাতিসত্তার বিরুদ্ধে এবং সুবিধাভোগী পরাজিত শক্তি।’

তিনি আরও বলেন, ‘আত্মনির্ভরশীল দেশ গড়তে শেখ হাসিনার সফলতা অনেকের গাত্রদাহের কারণ। এ জন্য গণতন্ত্রের নামে আন্দোলন করছে। কিন্তু মাঠের আন্দোলন আওয়ামী লীগ ভয় পায় না।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার আপ্রাণ চেষ্টা করেছেন। স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ মুছে ফেলতে পারেনি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক