1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m07bics@gmail.com : News Desk : News Desk
  3. kaiu.m.07bics@gmail.com : News Desk : News Desk
নৌকা ডুবিতে নিখোঁজ গফরগাঁওয়ের চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার
শনিবার, ০১ অক্টোবর ২০২২, ০৬:৪৯ পূর্বাহ্ন

নৌকা ডুবিতে নিখোঁজ গফরগাঁওয়ের চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
Gafargaoun

কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

আবুজর গিফারী জানান, বুধবার ভোর ৬টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে দুইজনের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নামখাইল এলাকা থেকে শামীমের লাশ উদ্ধার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের ন্যায় গত সোমবার বিকেলে সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। সেদিন বিকেল পৌনে ৬টার দিকে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হন। ঘটনার দুদিন পর নেখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক