1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
Netrokona--নেত্রকোনা

আওয়ামী লীগের দলীয় এমপি রেবেকা মমিনের মৃত্যুতে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন, খালিয়াজুরি) আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

শনিবার সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য রেবেকা মনিন গত ১১ জুলাই মৃত্যু বরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি শূন্য হয়ে পড়েছে।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূর্ণ হবে। তাই এই সময়ের মধ্যেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে রেবেকা মমিন মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী লীগ মনোনীত টানা তিন বারের এমপি ছিলেন। তিনি জনকল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কয়েক কোটি টাকার সম্পত্তি দান করে গেছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের সাবেক দুর্নীতিমুক্ত খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের সহধর্মিণী ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক