1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
নেত্রকোনায় পুলিশের ধাওয়া খেয়ে বন্যার পানিতে ডুবে জুয়াড়ির মৃত্যু
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০১:৩৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় পুলিশের ধাওয়া খেয়ে বন্যার পানিতে ডুবে জুয়াড়ির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
নেত্রকোনা জুয়াড়ী

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়া খেলায় অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে সজিবুল তালুকদার (৫০) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের কদমতলা এলাকার মৃত খুশী তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বল্লী গ্রামের জনৈক মালেকের বাড়িতে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে ৯ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় সজিবুল তালুকদার পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টা পরে তাকে মৃত উদ্ধার করা হয়।

Girl in a jacket

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক