1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
নেত্রকোনায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে

নেত্রকোনার দুর্গাপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামক এক চালক নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার নালিয়াপাড়া গ্রামের অলি মাহমুদের ছেলে ইসমাইল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ইজিবাইক চালানো বন্ধ করে বাড়ীর গ্যারেজে ইজিবাইকটি চার্জ দেয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইসমাইল গ্যারেজে ইজিবাইকের চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ীর লোকজন ইসমাইলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম দেব-এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক