নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিএনপিকে এ সত্যটা মেনে নিতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির মামলা দায়েরের সমালোচনা করেছেন । তিনি বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণভাবে ভিত্তিহীন।’ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এ সত্যটা মেনে নিতে হবে।

এছাড়াও সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমনসের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তারা বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামীলীগও অঙ্গসংগঠনের নেতারা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top