নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলেন ওয়াহাব আকন্দ

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগে রোববার ময়মনসিংহ-৪ সদর আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বপরিকল্পিত ভাবে এ নির্বাচনে জনগনের ভোটাধিকার হরণ করে ভোট ডাকাতি করা হয়েছে। অবিলম্বে তদন্তের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের ভোট বাতিল এবং সংসদ ভেঙ্গে দিয়ে পুন:নির্বাচনের দাবি করছি।

মামলায় ওয়াহাব আকন্দের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার আতিকুর রহমান। তিনি জানান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৃশ্যমান ব্যালট কারচুপি ও ভোট ডাকাতি হয়েছে। ফলে তথ্য প্রমানসহ আমরা বিজ্ঞ আদালতে মামলা ফাইল করেছি, যা শুনানির আপেক্ষায় আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top